পিরোজপুরের ইন্দুরকানীতে চরবলেশ্বর গ্রামে ট্রাক্টর দুর্ঘটনায় আব্দুল্লাহ পঞ্চায়েত (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামের হাফিজ পঞ্চায়েতের ছেলে। শনিবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টায় ট্রাক্টরের ময়লা পরিষ্কার করার সময় চালু থাকা ট্রাক্টরের গিয়ার পড়ে গেলে ফাল তার পেটে ঢুকে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।