দুর্গাপুরে পানবরজে প্রতিপক্ষের তান্ডব

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) : : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪২ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
দুর্গাপুরে পানবরজে প্রতিপক্ষের তান্ডব

রাজশাহীর দুর্গাপুরে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে কৃষকের নতুন পানবরজ গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  রোববার সকাল ৮টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের নামোদুরখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় পালিয়ে গিয়ে প্রান রক্ষা করেছেন পানবরজের মালিক সাজ্জাদ আলী। ঘটনার পর থানায় অভিযোগ দিলে থানার পুলিশ ক্ষতি পানবরজ পরিদর্শন করেন। পানবরজে হামলা ও ভাঙচুরের ঘটনায় দেড়লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক। থানার অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুইদিন আগেই নামোদুরখালী গ্রামের সাজ্জাদ আলী তার মালিকানা সম্পত্তি ১১ শতক জমিতে পানবরজ গড়ে তোলেন। রোববার সকালে সেই বরজে কাজ করছিলেন সাজ্জাদ। এ সময়  পূর্ব শুত্রুতার জেরধরে একই গ্রামেরর মহসিন ও তার ভাই মাসুদ সহ দলবল নিয়ে পানবরজে হামলা চালায়। এ সময় প্রাণ ভয়ে পালিয়ে যায় সাজ্জাদ। পরে মহসিন ও মাসুদ লোকজন নিয়ে তান্ডব চালিয়ে কৃষক সাজ্জাদের নতুন গড়ে তোলা পানবরজ লন্ডভন্ড করে দেয়।


ক্ষতিগ্রস্ত কৃষক সাজ্জাদ আলী বলেন, প্রতিপক্ষ মহসিন ও মাসুদ আমার চাচাতো ভাই হয়। তাদের সঙ্গে জমিজমা নিয়ে পূর্ব শুত্রুতার জের রয়েছে। আমি নতুন পানবরজ গড়েছি। এটা আমার নিজ নামে ক্রয়কৃত সম্পত্তি। রোববার সকালে আমি বরজে কাজ করার সময় দেশীয় অস্ত্র হাসুয়া লাঠিসোটা নিয়ে তারা হামলা চালায়। আমি বরজ থেকে পালিয়ে গেলে তারা আমার নতুন গড়া বরজে তান্ডব চালিয়ে ভাঙচুর করে। দুই দিন আগেই দেড়লাখ টাকা খরচ করে বরজটা গড়ে ছিলেন তিনি। এদিকে অভিযুক্ত মহসিন আলী বলেন, তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে দ্বন্দ্ব দীর্ঘ দিনের। আমরা তার পানবরজ ভাঙচুর করিনি। আমরা দুই ভাই সকালে ওখানে গিয়েছিলাম। তারাই আমাদের মারতে তেড়ে আসে। আমরা  সেখান থেকে পালিয়ে যাই।  দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুস সাকিব বলেন, তারা এঁকে ওপরে চাচাতো ভাই। তদের মধ্যে দীর্ঘ দিনধরে জমির ভাগ বাটাওয়ারা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে