দুর্গাপুরে হতদরিদ্র শীতার্তদের পাশে আইকন মানব কল্যাণ সেবা সংস্থা

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) : : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪, ১২:১৮ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
দুর্গাপুরে হতদরিদ্র শীতার্তদের পাশে আইকন মানব কল্যাণ সেবা সংস্থা

রাজশাহীর দুর্গাপুরের দুস্থ, অসহায়, হতদরিদ্র শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন আইকন মানব কল্যাণ সেবা সংস্থা। 

২ ডিসেম্বর সোমবার সকালে আইকন মানব কল্যাণ সেবা সংস্থা'র উ˜েদ্যাগে

দুর্গাপুর পৌরসভা চত্বরে দুস্থ, অসহায়, হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আকতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার (দায়িত্বপ্রাপ্ত) সচিব শাহাবুল হক, আইকন মানব কল্যাণ সেবা সংস্থা'র কোষাধ্যক্ষ ও দুর্গাপুর সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবের সদস্য সচিব হাসিবুর রহমান হাসিব, দুর্গাপুর পৌরসভা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মজনুর রহমান, পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহাদত হোসেন রাজীব, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহমেদ পলাশ, জিয়া সাইবার্স ফোর্স দুর্গাপুর উপজেলা ছাত্রদল নেতা মো. হাসান আলী, দুর্গাপুর পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা কামাল, 

দুর্গাপুর পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠুন আলী, আইকন সেবা সংস্থার সদস্য হাসান ইমাম প্রিন্স, উপজেলা যুবদল নেতা মিলন সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত। 

সমাজের দুস্থ, অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের সেবার মানুষিকতা নিয়ে আইকন মানব কল্যাণ সেবা সংস্থা'র পথচলা সুগম ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সংস্থা'র  পরিচালনা পর্ষদ সহকর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞচিত্রে ধন্যবাদ জানিয়েছেন শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আকতার। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে