দেবহাটায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
দেবহাটায়  উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

দেবহাটায় বিজয় মেলা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি হযরত আলী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা একাডেমির সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন প্রমুখ। সভায় দেবহাটা উপজেলায় বিজয় মেলা জাঁকজমকপূর্ণভাবে করার সিদ্ধান্ত গৃহীত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে