নগরীর বিভিন্ন ওয়ার্ডের দেয়ালে দেয়ালে রাতের আধাঁরে জয়বাংলা শ্লোগান লিখে তা ভিডিও ধারনের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া যুবক মনির হাওলাদারকে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সারাদেশে চলমান ডেভিল হান্ট অপারেশনের মধ্যে গত ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে মনির হাওলাদার নগরীর বিভিন্ন ওয়ার্ডের দেয়ালে জয়বাংলা শ্লোগান লিখে তা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ওসি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডস্থ জেলে বাড়ির পোল সংলগ্ন সুরেন্দ্র ছাত্রাবাসের সামনের রাস্তা থেকে পুলিশ মনির হাওলাদারকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ৫৩পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মনির হাওলাদার নগরীর ২ নম্বর ওয়ার্ডের জেলে বাড়ি পোল সংলগ্ন এলাকার বাসিন্দা রশিদ হাওলাদারের ছেলে।