নিখোজ বাক প্রতিবন্ধীর সন্ধানে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৭:০৫ পিএম
নিখোজ বাক প্রতিবন্ধীর সন্ধানে সংবাদ সম্মেলন

রাজধানী ঢাকা মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৫ দিন অতিবাহিত হলেও সন্ধান মিলেনি বাক প্রতিবন্ধী শিব্বির হোসেনের (২৮)। বুধবার সকালে তাঁর সন্ধান চেয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ড মীরের বাজার সংবাদ সম্মেলন করেন নিখোঁজের পরিবার। সম্মেলনে নিখোঁজের বাবা চায়ের দোকানি আবুল খায়ের জানান, গত ১৮ জানুয়ারি সকালে শ্রমিক মো. জাহিদুল ইসলাম তাঁর ছেলে প্রতিবন্ধী শিব্বির হোসেনকে কাজ করার জন্য স্থাণীয় মীরের বাজার রেলক্রসিং সংলগ্ন লাব্বি পেপার হাউজে কাজ শেষে একই মালিকের কাজের জন্য আদাবর এলাকায় নিয়ে যায়। পরে ঢাকা মিরপুরের শেওড়াপাড়া এলাকায় কাজ শেষে রাত সাড়ে নয়টা পর্যন্ত বাড়ি না ফেরায় পিতা আবুল খায়ের জাহিদুল ইসলামের মীরের বাজার ভাড়াটিয়া বাড়িতে গিয়ে ছেলের সন্ধান চায়। জাহিদুল জানায় শেওড়াপাড়ায় কাজ শেষে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। পরের দিন তাকে নিয়ে আমরা ওই এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও কোন সন্ধান পাওয়া যায়নি। শ্রমিক মো. জাহিদুল ইসলাম বলেন, শেওড়াপাড়া একটি ফ্যাক্টরীর কিছু ওয়েস্টিস পেপার গাড়িতে তুলার পর শিব্বির ফ্যাক্টরির বাইরে গিয়ে আর ফিরে আসেনি। পরে বিভিন্ন স্থানে তাকে খোজাখুজি করে তার কোন সন্ধান পাইনি। আরেক শ্রমিক মোশারফ হোসেন বলেন, শিব্বির আমার সাথে কাজ করেছে। কাজের শেষে ফ্যাক্টরি থেকে বের হয়ে মেইন রোড পার হয়ে যায়। তাঁর পর থেকে এখনো কোন সন্ধান এখনও পাওয়া যায়নি। লাব্বি পেপার হাউজের মালিক এমদাদুল হক ইমরান বলেন, শাব্বির আমার শ্রমিক জাহিদুলের সাথে কাজ করতে এসেছে। সে যে একজন বাক প্রতিবন্ধী তা আমি জানি না। সে শেওড়াপাড়া থেকে হারিয়ে গেছে খবর পেয়ে শিব্বিরের ছোট ভাইকে নিয়ে সেখানে যাই। খোজাখুজি করে তাকে না পেয়ে অবশেষে তাঁর ছোট ভাই বশির আহম্মেদ গত ১৯ জানুয়ারি ঢাকার মিরপুর মডেল থানায় ১৮১৬ নং সাধারণ ডায়েরি করেন। ঐ সময় তার পড়নে ছিল কালো প্যান্ট ও শীতের জ্যাকেট একটি গামছা। মিরপুর মডেল থানার উপপরিদর্শক ইমরান হাসান বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশপাশের থানায় নিখোজ ব্যক্তির ছবিসহ মেসেজ পাঠিয়েছি। এখনো নিখোজ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি। চেষ্টা অব্যাহত রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে