পাংশায় পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : : | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৬:০৬ পিএম
পাংশায় পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে  কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়। অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এসএম আবু দারদা,উপজেলা নির্বাহী অফিসার, পাংশা রাজবাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব ডাঃ পৃথ্বীরাজ কুমার দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাঃ কুতুব আহমেদ ও আবাসিক মেডিকেল অফিসার জনাব ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসাইন। অলিম্পিয়াডে অংশ গ্রহণ করেন যথাক্রমে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়, পাংশা পাইলট বালিকা বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমি, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও উদয়পুর উচ্চ বিদ্যালয়। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন মোঃ তৈয়বুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক পাংশা রাজবাড়ী।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে