বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, পাঠ্যবইয়ে সংস্কার হয়েছে এটি প্রশংসার যোগ্য। তবে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে।
রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রেখে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শুধু জুলাই আগস্টের নিহতদের বিচার হবে, গত ১৫ বছর যারা নিহত হয়েছে, গুম হয়েছেন তাদের বিচার হবে না?
এসময় জামায়াত ইসলামীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সিলেটে রিজভী প্রশ্ন রেখে বলেছেন, একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারাই একমাত্র দেশপ্রেমিক।
উল্লেখ্য, সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় রংপুরের পাগলাপীরে জামায়াত আয়োজিত পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা সেনাবাহিনী আরেকটা জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল। ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআরের।