সন্ত্রাস,জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক ও সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধে মুন্সীগঞ্জের গজারিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে গজারিয়া থানার আয়োজনে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন। বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি'র সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া,সাধারণ সম্পাদক, মনির হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা হারুনুর রশিদ, দুলাল মিয়া, বিজয় টিভি জেলা প্রতিনিধ আমিরুল ইসলাম নয়ন সহ বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।