নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের মধুপুর রইস মার্কেট ডাক্তার শহীদ কমপ্লেক্সে আর রিসালাহ ইসলামিক স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পথ চলা শুরু করলো, রবিবার স্কুলের অডিটোরিয়ামে অভিভাবক সমাবেশের মধ্যে এর উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাসির উদ্দিন (বিএসসি) এর সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক আবু কায়েস। প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। আর শিক্ষা কে তৃনমুলে পৌঁছে দিতে সমাজের শিক্ষাবিদরা যেসব ভূমিকা নিচ্ছে তারই উদাহরণ হিসেবে আজকের এই "আর রিসালাহ ইসলামিক স্কুল" আমরা শিক্ষা বিপ্লবের যে স্বপ্ন দেখি, আশা করবো এই স্কুল তার স্বপ্নের সারথি হবে। আমি এই স্কুলের উন্নতি কামনা করি এবং সাথে সাথে এই স্কুলের সকল সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি। শিক্ষা উন্নয়নে আমি সব সময়েই সাথে ছিলাম, ভবিষ্যতে ও এ প্রতিষ্ঠানের সাথে থাকবো ইনশাআল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মোসলেউদ্দিন সেলিম। সাংবাদিক নাসির উদ্দিন মিরাজ ভূঁইয়া, উপদেষ্টা ও পরামর্শক ডাঃ হাসান তারেক। এছাড়াও অভিভাবক,ব্যবসায়ী, শিক্ষানুরাগী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।