ভালো মানুষ হতে হবে নচেৎ এলাকা ছাড়তে হবে : পুলিশ সুপার

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫০ পিএম : | আপডেট: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫০ পিএম
ভালো মানুষ হতে হবে নচেৎ এলাকা ছাড়তে হবে : পুলিশ সুপার

ভোলার দৌলতখান থানা কতৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশ সুপার শরিফুল হক বলেছেন দৌলতখান উপজেলা কে ভালো দেখতে চাই। অপরাধ মূলক কর্মকান্ড ও মাদক ছেড়ে সমাজে ভালো মানুষ হতে হবে নচেৎ এলাকা ছাড়তে হবে। পরিশুদ্ধ হতে চাই। পরিশুদ্ধ সমাজ উপহার দিতে চাই। পুলিশ সুপার শরিফুল হক বুধবার ১২ ফেব্রুয়ারি  ভোলার দৌলতখান থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আপনারা মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের পক্ষে দাড়াবেন না। যারা মাদক সেবন করে, ইভটিজিং ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত আমরা তাদেরকে আগের দিনের মতো সামাজিকভাবে বয়কট করব। কারণ এরা সমাজের শত্রু দেশও জাতির শত্রু। সমাজকে সুন্দর রাখতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার, দৌলতখান থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা বিএনপির  ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওঃ আশরাফ উদ্দিন ফারুক, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম মাস্টার,। উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহে আলম হাওলাদার,  এডভোকেট আব্দুল হাই, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, চরপাতা ইউনিয়ন বিএনপি নেতা রিয়াজুল ইসলাম, উত্তর জয়নগর ইউনিয়নের মোঃ হাসান প্রমুখ।  ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এলাকায় গরু চোরের উপদ্রব বেড়ে গেছে বিষয়টি পুলিশ  প্রশাসনকে অবহিত ও প্রতিকারের সহযোগিতা চান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণির ও বিভিন্ন পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে