মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে সভা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২১ পিএম
মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে সভা

চট্টগ্রামের হাটহাজারীর মাধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের সভা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়। বিহার মিলনায়তনে আয়োজিত সাধারণ  সভায় সভাপতিত্ব করেন বিহারাধক্ষ  শ্রীমৎ সুপাল বংশ ভিক্ষু। সভার মূল আলোচ্যসূচী ছিল  বিহার পরিচালনা কমিটি গঠন। আলোচ্যসূচী অনুসারে সভার কার্যক্রম শুরু হলে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও  শিক্ষক তপন কান্তি বড়ুয়াকে , সভাপতি,  কমল বড়ুয়াকে সাধারণ সম্পাদক  ও  বোলন বড়ুয়াকে অর্থ সম্পাদক  নির্বাচিত করা হয়।অন্যান্য পদে পাড়াভিত্তিক সমন্বয় করে ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব প্রদান করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন  সমর বড়ুয়া,  রণজিৎ বড়ুয়া,  অশোক বড়ুয়া, সুনীল বড়ুয়া,  অজিত  বড়ুয়া,  দীপু বড়ুয়া, দীপংকর বড়ুয়া,  পরিতোষ বড়ুয়া,অনিল বড়ুয়া প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে