হবিগঞ্জের মাধবপুরে সংঘাতে উস্কানি দেয়া এবং ৪ আগষ্ট বৈষম্য বিরুদ্ধী ছাত্র-জনতার উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে অভিযোগে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত হবিব মিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যায় থানার এস.আই শাহনূর পৌর শহরের শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়-শুক্রবার বিকালে জায়গা নিয়ে শিবপুর এবং মিরনগর গ্রামের লোকজনের মধ্যে সামান্য সংর্ঘষ হয় এবং স্থানীয় মুরব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় কিন্তু মিজান মীর নগর গ্রামের লোকজনকে সংঘাতের দিকে উস্কে দেয়। তাছাড়া ৪ আগষ্ট বৈষম্য বিরুদ্ধী ছাত্র-জনতার উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে অভিযোগে যুবদল নেতা আমিনুল ইসলামের দায়ের করা মামলার পলাতক আসামী।