রাজশাহীতে জাল টাকাসহ গ্রেপ্তার ১

এফএনএস (রাজশাহী): : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ০২:৩২ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
রাজশাহীতে জাল টাকাসহ গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামি মো: রাজন আহমেদ (২২) রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর এলাকার মো: রেজাউল করিমের ছেলে। পুলিশের সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২ টার সময় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিক নির্দেশনায় এসআই মো: সাহাব উদ্দীন আল ফারুক সঙ্গীয় ফোর্স দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় দুইজন কৌশলে পালিয়ে যায়। আসামি রাজনের কাছ থেকে ৫০ হাজার জাল টাকা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি'র দামকুড়া থানায় মামলা দায়ের  করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে