রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

এফএনএস (রাজশাহী): : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ৩ জন এবং ওয়ারেন্টভূক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: নবিবর রহমান নবী (৫২), শাহরিয়ার আল মামুন সোহান (২৪), মো: আকিফ-ই-রাব্বি আবির (১৯), মো: সাঈদ হাসান তুষার (২৩), মো: ফয়সাল মাহমুদ তামিম (২০) ও মো: হাসান আলী শান্ত (২২)।

নবী রাজশাহী মহানগরীর পবা থানার কয়ড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। সে পারিলা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী। সোহান একই থানার মহানন্দাখালী দক্ষিনপাড়া এলাকার মৃত এনামুল হকের ছেলে। সে নওহাটা পৌরসভার ছাত্রলীগ কর্মী। আওয়ামী লীগ কর্মী আবির বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া এলাকার মৃত গোলাম নবীর ছেলে। তুষার কর্ণহার থানার সরিয়াকড়ি পশ্চিমপাড়া এলাকার মো: তোফাজ্জল হোসেনের ছেলে। তামিম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার নিশিবয়রা এলাকার মো: আব্দুল হামিদের ছেলে এবং শান্ত একই থানার লক্ষীপুর এলকার মো: শাহ আলম মন্ডলের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে