সম্পত্তি অবৈধ ভাবে দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৭ পিএম
সম্পত্তি অবৈধ ভাবে দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

কুমিল্লার নাঙ্গলকোটে সম্পত্তি জবর দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আবু তাহেরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মৌকরা ইউনিয়নের করাকোট গ্রামে। ভূক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার করাকোট গ্রামের মৃত আছলাম মিয়ার পুত্র আরিফুর রহমান জসিম মৌকরা গ্রামের বদিউল আলমের স্ত্রী তফুরা বেগম ও আলীয়ারা গ্রামের লতিফ মিয়ার স্ত্রী ছবুরা খাতুন থেকে ২০২০সালে করাকোট মৌজায় ৩৩০দাগে ৭শতক জমি ক্রয় করেন। একই গ্রামের মৃত বজলের রহমানের পুত্র আবু তাহের ২০০৪সালে একই দাগে ৩দলিলে ৯শতক জমি ক্রয় করেন। কিন্তু আবু তাহের সম্পত্তি ক্রয় করেন ওই দাগের পূর্ব উত্তর ও পূর্ব দক্ষিণ অংশে। আরিফুর রহমান জসিম ক্রয় করেন একই দাগের পশ্চিম অংশে। আবু তাহের ওই দাগের ক্রয়কৃত চৌহদ্দির মধ্যে সম্পত্তি দখল না করে অবৈধ ভাবে আরিফুর রহমানের ক্রয়কৃত অংশে জবর দখল করে ভাউন্ডারি দেয়াল নির্মাণ ও গাছপালা নির্মাণ করেছে। এ ব্যাপারে ভূক্তভোগী আরিফুর রহমান নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযুক্ত আবু তাহেরের মোবাইল ফোন নাম্বারে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। নাঙ্গলকোট থানা উপ পরিদর্শক রবিউল হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে