সরাইলে ২ মাদক কারবারি ও ৪ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
সরাইলে ২ মাদক কারবারি ও ৪ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের অভিযানে ২ মাদক কারবারি ও ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে কালিকচ্ছ ইউনিয়নের সিদ্বেশ্বরী ও ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া খেলার মাঠ সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। পরে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করেছে। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া মালামাল।  পুলিশ সূত্র জানায়, সরাইল থানার এস আই মো. কবীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গত বুধবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল সদরের কুট্রাপাড়া খেলার মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ দুই কারবারিসহ মাদক বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করেন। পরে তল্লাশি চালিয়ে মাদক কারবারী মো. ফিরোজ পাঠান (৩৫) ও মো. আবুল কাশেমকে (৩৫) ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেনেএর আগে রাত ১২টার পর এস আই মো. জাহিদ আহসানের নেতৃত্বে সরাইল-অরূয়াইল সড়কের সিদ্বেশ্বরী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানকালে তারা ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ৪ ডাকাতেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে আরমান (২২) (বর্তমান ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা), খাঁটিহাতা গ্রামের আব্দুল হকের ছেলে মো. আলম (২৫), সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের আল আমিনের ছেলে মো. শাহিন (২৩) ও সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের প্রয়াত আব্দুল আজিজ মোল্লার ছেলে মো. শাকিল মোল্লা (৩৫)। তাদের বিরূদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, শাকিল সহ তাদের সকলের বিরূদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাতি ছিনতাই মাদক ও মদের সাথে কোন ধরণের আপোষ নেই। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে