জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী সম্প্রতি দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি কক্সবাজার ও যশোরে তাফসির মাহফিলে বয়ান দিয়েছেন। ইতোমধ্যে সিলেটে বয়ান রাখবেন বলে নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। সব ঠিক থাকলে শনিবার (১১ জানুয়ারি) আঞ্জুমানে খেদমতে কোরআন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি বয়ান করবেন।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘সিলেট বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকবো সিলেটের এম সি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কোরআন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’
এর আগে, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরের পুলেরহাট আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে বয়ান দেন মাওলানা মিজানুর রহমান আজহারী।