সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৬ পিএম : | আপডেট: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৫১ পিএম
সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন  নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।।  রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- প্রাইভেটকারচালক সোহেল ভূঁইয়া  (৪০), শামীমা (৩৮), ইতি বেগম (৩৫), এবং ছয় বছরের শিশু আয়ান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে এবং প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘনকুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আরও তদন্ত চলছে।

উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকার উনিশ মাইল অংশে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে