হাটহাজারীর কুয়াইশে অগ্নিকান্ড

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
হাটহাজারীর কুয়াইশে অগ্নিকান্ড

চট্টগ্রামের  হাটহাজারীর ১৪নং শিকারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুয়াইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালের পাশে  অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৮ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি।  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ  দোকানের মালিক মোঃ রাজিব জানান, দোকানের মালিকগন গত বুধবার রাতে তারা প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎ অগ্নিকান্ডের সূত্র হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী লোকজনের  শোর চিৎকারে স্হানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক আট লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। এ ব্যাপারে গনমাধ্যমের পক্ষ থেকে  কালুরঘাট ফায়ার সার্ভিসের সাথে  যোগাযোগ করা হলে তাদেরকে কেউ বিষয় জানায়নি বলে জানান।   অগ্নিকান্ডের গনমাধ্যমকে নিশ্চিত করেছেন শিকারপুর ইউনিয়নেন সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হাকিম। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে