হাতিয়ার মেঘনায় দেখা মিলল বিশাল আকৃতির তিমি মাছ

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) : : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৪ এএম : | আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৩ এএম
হাতিয়ার মেঘনায় দেখা মিলল বিশাল আকৃতির তিমি মাছ

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে দেখা মিলেছে বিশাল আকৃতির তিমি মাছ। বৃহস্পতিবার সকালে উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে দেখা মিলে এই মাছের। পরে কোষ্টগার্ড গিয়ে এটি নিরাপদে নদীর পানিতে ছেড়ে দেয়। হাতিয়া কোষ্টগার্ড জানায়, সকালে জেলেদের কাছে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান।  এসময় চরে তিমি মাছটি কাধা মাটির সাথে আটকে থাকতে দেখেন। পরে জেলেদের সহযোগিতায় এটিকে টেনে পানিতে নামিয়ে আনেন। জেলেরা সকালে চরে হাটাটির সময় এটি দেখতে পান। ধারনা করা হচ্ছে মাছটি জোয়ারে  এখানে এসে আটকা পড়েছে।

হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার  মো: খালিছুর রহমান জানান, মাছটি প্রায় ৫০ মনের মত ওজন হবে। মনে হয় মাছটি দলছুট হয়ে ছোট নদীতে চলে এসেছে। বার বার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরে উঠে যায়। পরে গভীর পানিতে নামিয়ে দেওয়া হয়। এদিকে তিমি মাছকে দেখতে সাধরন মানুষের ভীড় হয় নদীর তীরে। অনেকে পানিতে নেমে হাত দিয়ে স্পর্ষ করতে দেখা যায়। অনেকে মাছের পিঠে দাড়িয়ে ছবি তুলতে দেখা যায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে