ভালুকায় অটোরিকসা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে সড়কে ঝরে গেল দুইটি তাজা প্রাণ। সকােেল ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। এতে অটোরিকসার দুই যাত্রী ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের আবদুল হামিদ ও চান্দরাটি গ্রামের টাইস মিস্ত্রী মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত ধলিয়া গ্রামের অটোরিকসা চালক শাহজাহানকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে পাঠানো হয়েছে। ভালুকা মডেল থানার উপপরিদর্শক দুলাল চন্দ্র কুন্ডু জানান,অটোরিকসা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে অটোরকিসার দুইজন যাত্রী নিহত হয়েছেন। লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। আহত অটোচালককে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।