কাউখালীতে অবৈধ ইটের পাঁজা বিনষ্ট করলেন উপজেলা প্রশাসন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২২ পিএম | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২২ পিএম
কাউখালীতে অবৈধ ইটের পাঁজা বিনষ্ট করলেন উপজেলা প্রশাসন

পিরোজপুরের কাউখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে অবৈধ ইটের পাজার মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর হোগলা গ্রামে অবৈধ ইটের পাঁজায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপস্থিতি টের পেয়ে ইট পাজার মালিক পালিয়ে যেতে সক্ষম হয়। উপজেলার কালিগংগা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত হাতেম আলী কবিরাজের ছেলে কালাম কবিরাজের ইটের পাঁজায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বিনষ্ট করে দেওয়া হয়।  এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন অবৈধভাবে পাঁজা স্থাপনা করে ইট পোড়ানোর দায়ে পাজাটি বিনষ্ট করে দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে