ময়মনসিংহের গফরগাঁওয়ে উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (রহ:) ও অত্র এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় এলাকাবাসির উদ্যোগে শুক্রবার রাতে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ- পরিচালক ও পাঁচবাগ জামে মসজিদের খতিব প্রফেসর মোঃ সারওয়ার জাহান সিদ্দিকী'র সভাপতিত্বে মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মুফতি কাজী ইব্রাহিম। প্রধান মেহমান ছিলেন রেক্মোনা ট্রেডিং কর্পোরেশনের সত্বাধিকারী মোঃ সারওয়ার জাহান ফরহাদ ও প্রধান বক্তা ছিলেন গুলশান ভোলা জামে মসজিদের খতিব মাওলানা সারওয়ার হোসাইন ইয়াকুবী এবং বিশেষ বক্তা ছিলেন সাভার বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বাসিত দা. বা. ও ঢাকা উত্তর খান বাটুনিয়া জামে মসজিদের খতিব মাওলানা হেদায়েত উল্লাহ মুজাহেদী। এছাড়াও মাহফিলে আলোচনা অংশ নেন গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল মাষ্টার, পাঁচবাগ জামে মসজিদের সহকারী খতিব মাওলানা হারিছ উদ্দিন ও পাঁচবাগ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান প্রমুখ।