বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে মালামাল লুট

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১৩ পিএম
বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে মালামাল লুট

রাহাত নামের এক টেলিকম ব্যবসায়ীকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত রাহাত জেলার গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের বাসিন্দা সেলিম ফকিরের ছেলে। শনিবার দুপুরে আহতের চাচা জাকির ফকির অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একই গ্রামের কাজী বংশের লোকজনের সাথে তাদের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে রাহাত ফকিরের ভুরঘাটা বাসস্ট্যান্ডস্থ আরিফ টেলিকম নামক বিকাশের দোকানে এসে ফিরোজ কাজী, তার ছেলে আদর কাজী, ভাই রুবেল কাজীর নেতৃত্বে তাদের ১০/১৫ জন সহযোগিরা রাহাতকে কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় হামলাকারীরা নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা এবং ১ লাখ ৪৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবরপেয়ে রাহাতকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে (রাহাত) ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার (রাহাত) অবস্থা আশঙ্কাজনক। এবিষয়ে জানতে অভিযুক্ত ফিরোজ কাজীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বার বার ফোন কেটে দেওয়ায় কোন বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে