বরিশালে বকেয়া বেতনের দাবিতে স্বাস্থ্য কর্মীদের মানববন্ধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৫ পিএম
বরিশালে বকেয়া বেতনের দাবিতে স্বাস্থ্য কর্মীদের মানববন্ধন

বকেয়া বেতন-ভাতার দাবিতে জেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিংয়ে নিয়োগকৃত কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার বেলা ১১ টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ৬৪ জন আউটসোর্সিং কর্মচারীর পক্ষে জাবেদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। ভুক্তভোগীর কর্মচারীরা জানান, বিগত ১৬ মাস ধরে তারা জেলায় দায়িত্ব পালন করলেও কোনো ধরনের বেতন-ভাতা দেওয়া হচ্ছেনা। এতে করে ৬৪ জন আউটসোর্সিং কর্মচারীকে ঋণ করে দৈনন্দিন ব্যয় চালাতে হচ্ছে। ইতোমধ্যে স্বাস্থ্য সচিব, বরিশাল সিভিল সার্জন, গালফ সিকিউরিটি প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কলকারখানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দিয়েও তারা কোনো সমাধান পাননি। তাই বকেয়া বেতনের দাবিতে তারা রাস্তায় নেমেছেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আউটসোর্সিং ৬৪ জন কর্মচারী অংশগ্রহণ করেন।