কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৯ পিএম
কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে ১৫ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে এগারোটায় থানা প্রাঙ্গণে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুরের নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলটন হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, শ্রমিক নেতা হায়দার আলী, দফাদার আবুল বাশার, স্কুল ছাত্রী রুপা, জুবাইদা হক, স্কুল ছাত্র আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন এসআই দীপক বালা। বক্তারা বলেন, যদি দেশ থেকে হ্যালো অমুকে ছেড়ে দেন এই শব্দটি উঠিয়ে দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশাসনের তৎপরতায় বাল্যবিবাহ কমে গেছে। আপনারা আমাদের তথ্য দেবেন, আপনাদের নাম গোপন রাখা হবে। অপরাধী যেই হোক না কেন আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এখানে কোন তদবির চলবেন। অনুষ্ঠানের সভাপতি ওসি মোঃ সোলায়মান বলেন, গত ৩০ দিনে ৬ জন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে