দিঘলিয়ায় চোর চক্রের তৎপরতায় কাটছে নির্ঘুম রজনী

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০৫:৪৯ এএম
দিঘলিয়ায় চোর চক্রের তৎপরতায় কাটছে নির্ঘুম রজনী

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ও ফরমাইশখানা এলাকায় চোরের অপতৎপরতা চরমে। মানুষের কাটছে নির্ঘুম রজনী। বাড়ির বৈদ্যুতিক মিটারসহ সার্ভিস তার ও দোকানে চুরি সংঘটিত হয়েছে। 

সরেজমিনে জানা যায়, রাতে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী ফরহাদ মাস্টারের ভাড়াটিয়া বাড়ী, সেনহাটি কেসিআই ক্লাব সংলগ্ন রামিমের বাড়ি, সেনহাটি কালী মন্দীরের পাশে রবিউল ইসলামের বাড়ি, গোয়ালপাড়া আলি আব্দার রাজু ব্যাংকারের বাড়িসহ ৪ বাড়ির বৈদ্যুতিক তার কেটে নিয়েছে দুর্বৃত্তরা। 

এর আগে ফরমাইশখানা গোলারঘাট থেকে রুবায়েত হোসেনের দোকান ভেঙ্গে চুরি করেছে দুর্বৃত্তরা। উক্ত দোকান থেকে বৈদ্যুতিক তার, নগদ টাকা, পানীয়সহ ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এদিকে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিমের নির্মাণাধীন বাড়ি থেকে বৈদ্যুতিক মিটারসহ সার্ভিস তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমনিভাবে উঠতি বয়সী সংঘবদ্ধ অপরাধী চক্র একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছে। সাধারণ মানুষের কাটছে নির্ঘুম রজনী। 

এ ব্যাপারে কথা হয় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, ঘটনা তদন্তের জন্য পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল। কেউ অভিযোগ দেয়নি। তারপরও বিষয়গুলোর সাথে কারা জড়িত তাদের শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

আপনার জেলার সংবাদ পড়তে