মুলাদীতে বাড়ি বড় করতে কবরস্থানের জমি দখলের অভিযোগ

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ এএম
মুলাদীতে বাড়ি বড় করতে কবরস্থানের জমি দখলের অভিযোগ

মুলাদীতে বাড়ি বড় করতে কবরস্থানের জমি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। উপজেলার গাছুয়া ইউনিয়নের বলরামপুর গ্রামের সিয়াম সরদার, আলাউদ্দীন সরদার, সাহাবুদ্দিন সরদার ও তাদের লোকজনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। তারা বুধবার সকাল ১০টার দিকে একই এলাকার নূরুল ইসলাম খান ও তার দুই ভাইয়ের প্রাচীর নির্মিত কবরস্থান দখল করে নেন। এঘটনায় নূরুল ইসলাম খান ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়।  উপজেলার গাছুয়া ইউনিয়নের বলরামপুর গ্রামের নুরুল ইসলাম খান বলেন, 'আমরা চার ভাই। আমাদের এক ভাই জালাল খান পার্শ্ববর্তী বাড়ির সিয়াম খান ও তার লোকজনের কাছে কিছু জমি বিক্রি করেন। সেই জমি তারা একটি খতিয়ান দিয়ে ভোগদখল করছেন। কয়েম মাস আগে তারা বাড়িতে পাকা ভবন নির্মাণ করেছেন। বর্তমানে বাড়ি বড় করার জন্য তাদের বাড়ি সংলগ্ন আমাদের পারিবারিক কবরস্থান দখল করেছেন। বিষয়টি ৯৯৯নম্বরে ফোন দিয়ে অভিযোগ করার পরে মুলাদী থানার এসআই সোহেল রানা তাদের কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।' এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, ৯৯৯নম্বরে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষকে জমির কাগজপত্র নিয়ে সালিশ মিমাংশার নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে