দুই ভাইয়ের দ্বন্ধের জেরে একজনের পক্ষালম্বন করে প্রতিপক্ষকে ভয় দেখাতে একাধিক ককটেল বিস্ফোরণ করেছে এক বিএনপি কর্মী। এনিয়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বার্থী ইউনিয়নের বড় দুলালী গ্রামের মতিয়ার রহমান সরদারের প্রবাসী ছেলে জাকির সরদারের সাথে দীর্ঘদিন থেকে তার আপন ভাই হিরন সরদারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে স্থানীয়ভাবে শালিস মীমাংসা হলেও প্রবাসী জাকিরের স্ত্রী উর্মি বেগম শালিসের রায় না মেনে তার বন্ধু কটকস্থল গ্রামের মোহাম্মদ চাপরাশির ছেলে বিএনপি কর্মী শাহ আলম চাপরাশির মাধ্যমে হিরন সরদারকে ভয়ভীতি প্রদর্শনের জন্য পর পর চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আকস্মিক ওই এলাকায় বিকট শব্দে ককটেল বিস্ফোরনের পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। হিরন সরদার বলেন, ককটেল বিস্ফোরনের পর পরই শাহ আলম চাপরাশি ঘটনাস্থল ত্যাগ করেন। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ব্যাপারে বিএনপি কর্মী শাহ আলম চাপরাশির ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রবাসী জাকিরের স্ত্রী উর্মি বেগম বলেন, ককটেল বিস্ফোরনের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। কেবা কারা ককটেল বিস্ফোরন ঘটিয়েছে তা আমার জানা নেই।