কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজে রোববার সকাল ১১টায় বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদলের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি মহাসচিব মো: জাকির হোসেন, প্রাক্তন সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, সাবেক অধ্যক্ষ কৃষাণ নারায়ণ চৌধুরী সহ যুবদল, ছাত্র দল। পরে বিকেল ৩টায় পুরষ্কার বিতরণ করা হয়। এই অনুষ্টানটি পরিচালনা করেন প্রভাষক ফারুক আহম্মেদ।