দিনাজপুর নবাবগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারের মৃত আবু বক্করের ছেলে আবু তাহের বকুল (৪০), নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পার হরিণা গ্রামের আবুল হোসেনের ছেলে ছাত্রলীগের সহসভাপতি মো. খায়রুল ইসলাম (৩৩), নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ মতিন জানান, রোববার দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে অভিযোগ মামলা রয়েছে।