চাঁদপুর প্রেসক্লাব মিডিয়া কাপ-২০২৫ পুরস্কার বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৯ পিএম
চাঁদপুর প্রেসক্লাব মিডিয়া কাপ-২০২৫ পুরস্কার বিতরণ

চাঁদপুর প্রেসক্লাব মিডিয়া কাপ-২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় (১৬ ফেব্রুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ আয়োজন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মিলিত পেশাজীবি পরিষদ চাঁদপুর জেলা সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোবারক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম ও চাঁদপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ।

প্রেসক্লাব সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবু,শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র সদস্য অধ্যাপক দেলোয়ার আহমেদ,মনির চৌধুরী, আলম পলাশ,  সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, লক্ষণ চন্দ্র সূত্রধর,জিএম শাহীন,আল ইমরান শোভন, টেলিভিশন সাংবাদিক ফোরাম চাঁদপুর সভাপতি রিয়াদ ফেরদৌস, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন,  সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, তালহা জুবায়ের, কার্যকরি পরিষদের সদস্য জাকির হোসেন প্রমুখ। 


এসময় প্রেসক্লাব সদস্যবৃন্দ ও অন্যরা উপস্থিত ছিলেন। এবারের মিডিয়া কাপে চাঁদপুর প্রেসক্লাবের প্রয়াত সাবেক সভাপতি কামরুজ্জামান স্মৃতি ক্যারাম বোর্ড প্রতিযোগিতা সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান স্মৃতি দাবা প্রতিযোগিতা ও সাবেক সভাপতি ইকরাম চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উল্লেখিত তিনটি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে দাবায় ওয়াদুদ রানা চ্যাম্পিয়ন, কামরুল ইসলাম রানার্স আপ,ব্যাডমিন্টন (একক) অনিক ও তালহা জুবায়ের,দ্বৈত অনিক- তালহা ও কামরুল - মাসুম,ক্যারামে একক কাদের পলাশ ও ইব্রাহিম রনি,দ্বৈত কাদের পলাশ - তালহা জুবায়ের ও শরিফুল ইসলাম - ওয়াদুদ রানা জুটি চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়। সাবেক সভাপতি কামরুজ্জামান স্মৃতি ক্যারাম বোর্ড প্রতিযোগিতা সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান স্মৃতি দাবা প্রতিযোগিতা ও সাবেক সভাপতি ইকরাম চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উল্লেখিত তিনটি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নিয়েছে।