শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার বিকালে লিফলেট বিতরণ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ.কে.এম. আমিনুল হক। ঝিনাইগাতী বাজারের বিভিন্ন পেশার মানুষ, ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ও সাধারণ নাগরিকদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের পূর্বে ঝিনাইগাতী বাজারস্থ সোনালী ব্যাংক এলাকায় এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ.কে.এম. আমিনুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাসিক অক্ষর এর প্রধান সম্পাদক মো. সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, ঝিনাইগাতী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছামিউল হক সাদা, ঝিনাইগাতী উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক, বিএনপি নেতা মো. ওয়ালী উল্লাহ খান, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আসলাম হোসাইন প্রমুখ।ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।
প্রধান অতিথি এ.কে.এম. আমিনুল হক তাঁর বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা উপস্থাপন করেছেন একমাত্র এর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি আদর্শ, আধুনিক, শক্তিশালী, সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব। তাই দেশকে এবং দেশের মানুষকে ভালবেসে বিএনপির নেতা-কর্মীদের যার যার অবস্থান থেকে ৩১ দফার প্রচারণা ও বাস্তবায়নের কাজে নিজেদের নিয়োজিত রাখতে হবে।