কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নে গত রবিবার বিকাল ৪টার দিকে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান এড. সৈয়দ এহসানুল হুদা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করাই আমার একমাত্র লক্ষ্য। তিনি বলেন, ৩১ দফার মাধ্যমে এদেশের আপামর জনসাধারণের কাজ বাস্তবায়িত হবে বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, ফ্যাসিবাদ সরকার গত সাড়ে ১৫ বছরে এক দলীয় শাসন ব্যবস্থা করে দেশের অর্থনৈতিক অবস্থা নষ্ট করে দিয়েছেন। আন্দোলন সংগ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতাকর্মীকে গুম, হত্যাসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়েও নিজেকে রক্ষা করতে পারেনি। বরং ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তিনি জুলাই আন্দোলনের আগে থেকে ন্যায়ের ভিতর থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ১৬টি মামলার মধ্যে ১৪টি মামলা হয়েছে। তারপরও তিনি দমে যাননি বলে সমাবেশে উল্লেখ করেন। এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হিলচিয়া ইউনিয়নের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুজ্জামান বাবু। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা যুব দলের সহ-সভাপতি এড. শাহ আলম কিশোরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আমিরুজ্জামান শরিফ, উপজেলা যুব দলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল, আশরাফুল আলম আশরাফ, নিকলী উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, মোঃ সোহরাব উদ্দিন, ছাত্রদল সভাপতি আল মাসুদ, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তানভীরুল হক খান সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান, কৃষক দল সভাপতি সোহেল, মৎস্যজীবী দল নেতা মায়েদ খান, মারবিন আহম্মেদ জুলফিকার, বাজিতপুর কলেজ ছাত্রদল নেতা লোকমান। এর আগে হিলচিয়া বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।