রাজবাড়ীতে অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫৫ পিএম
রাজবাড়ীতে অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অজ্ঞাতনামা পরিচয় এক বৃদ্ধা (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বলিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে ওই বৃদ্ধা ৫-৬ দিন ধরে ঘোরাফেরা করছিল। তিনি বিভিন্ন দোকান থেকে খাবার খেয়ে জীবন চালাতেন। যে যা দিত তাই খেয়েই তিনি বাজার এলাকায় ঘোরাফেরা করতেন। রবিবার সন্ধ্যার পর বাজার জামে মসজিদ এলাকায় চলে যান। সোমবার সকালে মসজিদের ওজুখানার পাশে ওই অজ্ঞাত মহিলার মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। এরপর বিষয়টি বালিয়াকান্দি থানাকে অবহিত করা হলে থানা পুলিশ উক্তস্থান থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মরদেহ উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় সনাক্ত ও আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে