নির্বাচন বিলম্ব মানেই ষড়যন্ত্রের বিস্তার: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২৬ পিএম
নির্বাচন বিলম্ব মানেই ষড়যন্ত্রের বিস্তার: তারেক রহমান
তারেক রহমান-ফাইল ছবি

নির্বাচনের সময় যত দেরি হবে, ষড়যন্ত্রের জাল ততই বিস্তৃত হবে—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যেসব ব্যক্তি দেশের সম্পদ লুট করে পালিয়ে গেছে, তারা এই ষড়যন্ত্রের জন্য অর্থ ব্যয় করছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ নামক সংগঠনটি এই সভার আয়োজন করে, যেখানে আহত গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়।

তারেক রহমান বলেন, “যেকোনো সংস্কারের জন্য এমন মানুষ প্রয়োজন, যারা সাধারণ মানুষের সঙ্গে সংযুক্ত থাকে। রাজনীতিবিদদের হাত ধরেই সফল সংস্কার সম্ভব। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের মানুষের মৌলিক রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করা না গেলে, একটি বৈষম্যমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতা কুক্ষিগত রেখে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং অন্য দেশের স্বার্থ হাসিলে কাজ করা হয়েছে।”

জুলাই-আগস্ট মাসের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “জুলাই বিপ্লবে মানুষের ঢল প্রমাণ করেছে যে, দেশ কেবল একটি দলের নয়, বরং সবার। গেল ১৫ বছরে আওয়ামী লীগ কী পরিমাণ গুম ও খুন করেছে, তা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডই স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনা এখন অনুসূচনাহীন শাসন চালিয়ে যাচ্ছে। তারা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারিয়ে যাবে।”

বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে বিএনপি নেতারা সরকারের ব্যর্থতার দিক তুলে ধরেন। রিজভী বলেন, “বাজার নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হলো সিন্ডিকেট ভাঙা। কিন্তু দেখা যাচ্ছে, মাত্র কয়েকটি মাফিয়া সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, অথচ সরকার তাদের ধরতে পারছে না বা ধরতে চাইছে না।”

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের বিচার ছাড়া জাতি কিছুতেই সন্তুষ্ট হবে না। এই বিচার একমাত্র বিএনপির হাতেই সম্ভব।” তিনি আরও বলেন, জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার জেলার সংবাদ পড়তে