১৯ ফেব্রুয়ারি বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে কাউখালীতে সভা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৭ পিএম
১৯ ফেব্রুয়ারি বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে কাউখালীতে সভা

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে আগামী ১৯ ফেব্রুয়ারী পিরোজপুর জেলা বিএনপি সমাবেশ সফল করার লক্ষ্যে কাউখালী উপজেলা বিএনপি শিয়ালকাঠী চৌরাস্তায় ১৭ ফেব্রুয়ারি বিকালে প্রস্তুতি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস,এম আহসান কবির, সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ।

শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম সেপাইরা সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন,বদরুদ্দোজা মিয়া, সৈয়দ বাহাউদ্দীন পলিন, গিয়াস উদ্দিন ওলি, লিয়াকাত হোসেন, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব সারিফুল আজম সোহেল, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, সাধারণ সম্পাদক ইউসুফ আকন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোয়াইব সিদ্দিক। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দল, মহিলা দল ও তাতী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে