ব্রাহ্মনবাড়িয়া জেলা আইনজীবি সমিতির নব নির্বাচিত সভাপতি এডভোকেট এ.কে.এম কামরুজ্জামান মামুনকে নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গনসংবর্ধনা দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের বিজ্ঞ জিপি মো. সিরাজুল ইসলাম আবিদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মো: আরিফ, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরোমের সাংগঠনিক সম্পাদক মো: হানিফ, ব্রাহ্মনবাড়িয়া জেলা আইনজীবি সমিতির নব নির্বাচিত সহ- সভাপতি এডভোকেট মোহাম্মদ শামছুল হক লিটন, সরাইল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মো: নুরুজ্জামান লস্কর তপু, জেলা জাতীয়তাবাদী যুব আইনজীবি ফোরামের সভাপতি এডভোকেট মো: আব্দুর রহিম গোলাপ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আমিরুল হোসেন চকদার ও রমিজ উদ্দিন। সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংবর্ধনা উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে সমবেত হন। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে উপজেলা শিক্ষক সমিতির মাঠ।এতে জনগণের ভালবাসায় সিক্ত হন জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও জেলা বিএনপির সদস্য জননেতা অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন। উল্লেখ্য. এ.কে.এম কামরুজ্জামান মামুন এর আগেও দুইবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক ও ১বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি ব্রাহ্মনবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ।