অবৈধভাবে গড়ে উঠা ৬টি ট্রাভেল এজেন্সিতে হানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় এজেন্সিগুলোকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারী ২০২৫ ) হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। জরিমানা প্রদানকারী এজেন্সীগুলোর মধ্যে বেঙ্গল ট্রাভেলস্ ৩ হাজার, মনোয়ার ট্রাভেলস্ ৩ হাজার, মজমুদার ট্রাভেলস্ ৩ হাজার, ভাইব্রেন্ট ট্রাভেলস্ ৩ হাজার, ভুইয়া ট্রাভেলস্ ৩ হাজার ও বিমান ট্রাভেলস্ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২১ এর ১১ ধারায় উল্লেখিত ট্রাভেলস্ এজেন্সিগুলো থেকে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহযোগিতায় ছিলেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. গোলাম চিশতীয়াসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহৃত থাকবে।