পাটকেলঘাটা খাদ্যে ভেজাল ও নকল করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০০ পিএম
পাটকেলঘাটা খাদ্যে ভেজাল ও নকল করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।  সোমবার দুপুরে  পাটকেলঘাটা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যে ভেজাল ও নকল করার অভিযোগে পিয়া এন্টার প্রাইজ এর সত্বাধিকারী তুলসি সাধু ও চন্দন সাধুর দোকানে অভিযান পরিচালনা করেন তালা সহকারী  কমিশনার  ভুমি ও নির্বাহি ম্যাজিস্ট্রেট  মাসুদুর রহমান। এসময় তিনি নারিশ পোল্ট্রি ফিড এর বস্তায় আলো ফিড ভরা ও গরুর খাদ্য গমের ভুষির সাথে কাঠের গুড়া মিশানোর অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।