বীরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক বাপ্পি রাহা গ্রেফতার

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩২ পিএম
বীরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক বাপ্পি রাহা গ্রেফতার

দেশব্যাপী ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে দীপংকর রাহা বাপ্পী (৫৫)নামে আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ককে গ্রেফতার করেছে পুলিশ।

দীপংকর রাহা বাপ্পী বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড়ের মৃত দিলীপ রাহার ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক।

মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বলেন, দীপংকর রাহা বাপ্পী বীরগঞ্জসহ দিনাজপুর সদর থানার একাধিক মামলার আসামী।তাকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে