তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালী।
১৮ ফেব্রুয়ারী ২০২৫ মঙ্গলবার সকালে সারাদেশে নানান আয়োজনে চলছে তারুণ্যের উৎসব। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাইথ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী, বীর মুক্তিযোদ্ধা মো: কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাকির হোসেন ধলু,উপজেলা প্রকৌশলী মো: জিবরীল আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা (ভারপ্রাপ্ত) মোছা: করিমন নেছাসহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ নানান শ্রেনী-পেশার মানুষ অংশ নেন।