নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় সৈয়দপুর। আর সৈয়দপুর কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক পরিচালিত হয় সৈয়দপুর হলি চাইল্ড স্কুল।
ওই স্কুল চত্বরে ১৭ ফেব্রুয়ারি জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান নীলফামারী জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জতী বিকাশ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই - আলম সিদ্দিকী। বিশেষ অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগের আহবায়ক আবদুল হামিদ মিঠুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, আমন্ত্রিত অতিথি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন, দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, দিনাজপুর জেলা ট্রাক-ট্যাংকলরী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী, নীলফামারী জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক, জামিয়ার হোসেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহ- সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মজনু, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন (পাপ্পু), সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, ওলামা দলের আহবায়ক সাইদুল কাজী, শ্রমিক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম, মহিলা দলের সভাপতি রিনু আফজাল, সাধারণ সম্পাদক রুপা, ছাত্র দলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বী, অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান কার্জন, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম। শপথ গ্রহণ করেন নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন বাবলু, সহ সভাপতি ছাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ আলী, সহ-সাধারণ সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ মনছুর আলী ইমাদি, দপ্তর সম্পাদক, আবদুল গনি ইসরাইল, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ জয়, সড়ক সম্পাদক (আন্তঃজেলা) আব্দুল জলিল, সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ) মো. স্বপন, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক পলাশ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. স্বপন মিয়া এবং কার্যকরী সদস্য পদে যথাক্রমে আইনুল হুদা, নিমাই চন্দ্র রায় ও রবিউল ইসলাম। শপথ গ্রহণ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।