সৈয়দপুরে রাতের আঁধারে দখল করা হচ্ছে প্রধান ড্রেন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৭ পিএম
সৈয়দপুরে রাতের আঁধারে দখল করা হচ্ছে প্রধান ড্রেন

নীলফামারীর সৈয়দপুরে রাতের আঁধারে পৌরসভার প্রধান ড্রেন দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা স্থাপনা। এতে করে পানি নিস্কাশনের গতিপথে বাঁধাসহ সৃষ্ঠি হচ্ছে রাস্তা চলাচলে অন্তরায়। তাই মহল্লার লোকজন ওই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে পত্র দিয়েছেন।

এটি হয়েছে সৈয়দপুর পৌর এলাকার অন্তগর্ত ১০ ও ১১ নং ওয়ার্ডে। 

তাদের দাবি পাঁচমাথা মোড় কলাহাটি রোড আদর্শ বিদ্যালয় পর্যন্ত ড্রেন ও রাস্তার উপর গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। 

কতিপয় অবৈধ দখলদার এ সকল দখলের কাজে জড়িত। রাস্তা ও ড্রেনের উপর স্থাপনা করার ফলে পৌরসভা দীর্ঘদিন যাবৎ ওই ড্রেনটি ড্রেজিং করতে করতে পারছে না। স্থান সংকটের কারণে ড্রেনটি  দীর্ঘদিন যাবৎ পরিস্কার করতে পারছে না পৌরসভা। ফলে পানির লেয়ার আবাসিক এলাকার রাস্তার উপরে চলে আসছে। 

এটি সৈয়দপুর পৌরসভার একমাত্র মাষ্টার ড্রেন হওয়ায় যার মাধ্যমে গোটা পৌর এলাকার পানি এ পথে নিস্কাশন হয়। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে আবাসিক এলাকা হাওয়ালদারপাড়া, গোয়ালপাড়া, নয়াবাজার,নয়া মুন্সিপাড়া,কাজীপাড়া ও সমগ্র মার্কেট) অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়। এ সময় চলাচলে সাধারণ মানুষ পড়ে চরম ভোগান্তিতে। এ বিষয়টি নিয়ে এলাকার লোকজন সাবেক পৌর মেয়রের সাথে আলোচনা করলেও কোন কাজ হয়নি।

এলাকার লোকজন আবার পৌর প্রশাসক বরাবর আবেদন করলে তিনি এ বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে