রাজিব পুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৬ পিএম
রাজিব পুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে ও ঝজঝচ এর উপজেলা কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম এর সঞ্চালনায় ঝযড়পশ জবংঢ়ড়হংরাব ঝড়পরধষ চৎড়ঃবপঃরড়হ (ঝজঝচ)চৎড়লবপঃ এর উদ্যোগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি'র সহযোগিতায় ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হল রুমে মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশনটি অনুষ্ঠিত হয়।

 চর রাজিবপুর উপজেলা বিভিন্ন নদনদীর মাঝে অবস্থিত হওয়ায় বন্যার প্রভাবে মানুষের দূর্ভোগ অনেক বেশি। বন্যা কবলিত এলাকা হিসেবে ঝজঝচ এ এলাকার মানুষের মাঝে বিভিন্ন সহযোগিতা দিয়ে থাকেন।বন্যার আগাম প্রস্তুতি হিসেবে সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, সদর ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী আক্তার, ভেটেরিনারির উপ সহকারি কর্মকর্তা রেজাউল করিম লিটন,ঝজঝচ এর রাজিবপুর উপজেলা কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম ,ঝজঝচ এর ফিল্ড ফ্যাসিলিটের খাদিজা পারভীন, সহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম,রাজিবপুর 

উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড সদস্যবৃন্দ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে