দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল)
| আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০৯ পিএম | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০৯ পিএম
দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলের দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৯টার দিকে দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাথরাইল বটতলা নামক স্থানে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মুদি দোকানদার বেল্লাল হোসেন (৫০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বেল্লাল হোসেন উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া নামক স্থানে ভোর সোয়া ৫টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পিকআপ অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপ চালক রাশেদ (৩৪) ঘটনাস্থলেই মারা যান। সে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। 

উভয় ঘটনায় নিহতের খবর নিশ্চিত করেছেন দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সোহেব খান।

আপনার জেলার সংবাদ পড়তে