স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নারের উদ্বোধণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫১ পিএম | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫১ পিএম
স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন  কর্নারের উদ্বোধণ

স্কুল ও কলেজের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় এই প্রথমবারের মতো জেলা প্রশাসকের পরিকল্পনায় গৌরনদী উপজেলার তিনটি স্কুল-কলেজে হাইজিন কর্নারের উদ্বোধণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের উদ্যোগে বুধবার দুপুরে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে ফিতা কেটে কর্নারের উদ্বোধণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। কলেজ অধ্যক্ষ জহর লালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি অ্যাডভোকেট ফাতিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, ছাত্রী অভিভাবক রুবায়েত করিম, মাধুরী হালদারসহ অন্যান্যরা। একইদিন পালরদী মডেল স্কুল এন্ড কলেজ ও টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কর্নারের উদ্বোধণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল বিদ্যালয়ে হাইজিন কর্নার স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

আপনার জেলার সংবাদ পড়তে