চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ১০ টি মহিষ জব্দ করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে মহিষগুলো জব্দ করা হয়।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনির-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক মোঃ মনির-উজ-জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চরবাগডাঙ্গার সাদ্দামের চর এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের নিকটবর্তী একটি মাঠে মালিকবিহীন অবস্থায় ১০ টি মহিষ জব্দ করে। মহিষগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এনে সেখানে বেধে রাখা হয়েছিল।
মনির উজ জামান আরও বলেন, সীমান্ত এলাকায় গবাদিপশুসহ অন্যান্য মালামাল চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে বিজিবি সদস্যরা।
জব্দ মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তা।