বকশীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন ও পরিচিত সভা

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০৬:০৩ এএম
বকশীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন ও পরিচিত সভা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন অপরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর (মঙ্গলবার) নিলক্ষিয়া বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিচিতি সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান মজির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সুলতান মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিন শরীফ,  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন,  ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ইসমত দোহা হিটলার, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ন আহ্বায়ক ইউসুফ আলী সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।


আপনার জেলার সংবাদ পড়তে